সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন। জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। ২০০৪ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন এর ৩ ধারা ও ৮ ধারা মোতাবেক ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং ২০১৩ সংশোধন আইন অনুযায়ী ভুল তথ্য দাতা ৫০০০ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবার বিধান রয়েছে। হেতু ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট আদালতের জরিমানা থেকে বাঁচার জন্য সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।
প্রকাশ থাকে যে, বর্তমানে যে সকল শিশুর বয়স ৪৫ দিন পার হয়ে গেছে কিন্তু এক বছর পার হয়নি তাদেরকে ঝামেলা এড়াতে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ অথবা মেম্বারের সাথে যোগাযোগ করে জন্ম নিবন্ধন করে নিবেন। না করলে পরবর্তীতে জটিল অসুবিধার সম্মুখিন হবেন। প্রয়োজনীয় তথ্যের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনাদের কল্যাণ কামনায়-
(মোঃ দুরুল হোদা)
চেয়ারম্যান
১১ নং উজিরপুর ইউনয়িন পরষিদ
শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস