Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Human papillomavirus (HPV) Vaccine
Details

জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। কিশোরী বয়সে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়।

# ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিভি টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা দেওয়া হবে।

# টিকা দেওয়ার পর কোন সমস্যা হলে সাথে সাথে স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে। প্রয়োজন হলে ছাত্রী/কিশোরীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।

# টিকা নেওয়ার জন্য ছাত্রী/কিশোরী নিজে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোন কম্পিউটারের দোকান গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । 

ওয়েবসাইটের ঠিকানা //vaxepi.gov.bd

# টিকা নেওয়া শেষ হলে টিকা কার্ডটি যত্নসহকারে সংরক্ষণ করুন। ভবিষ্যতে বিদেশযাত্রা সহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হতে পারে।

আপনাদের কল্যাণ কামনায়-


মোঃ ‍দুরুল হোদা
চেয়ারম্যান
১১ নং উজিরপুর ইউনিয়ন পরিষদ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ


Image
Publish Date
22/10/2024
Archieve Date
30/11/2025